ভারতীয় ডাকে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ চলছে! বেতন ৬৩,০০০ টাকা, দেখেনিন আবেদন পদ্ধতি

India Post Recruitment 2024: যে সমস্ত ভারতীয় নাগরিকরা অষ্টম শ্রেণী পাস করে বেকারত্বের জীবনযাপন করছেন, কোনো এক সরকারি চাকরির খুঁজছেন, তাদের জন্য চাকরির বিরাট সুখবর। ভারতীয় ডাক বিভাগের পক্ষথেকে নতুন করে বেশ কয়েকটি ট্রেডে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত গ্রুপ সি লেভেলের বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ করা হবে।তাহলে যেসব আগ্রহীরা এখানে আবেদন করতে চাইছেন তারা আর দেরি না করে খুব শীঘ্রই শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে খুঁটিনাটি জেনেনিন এই আর্টিকেলে।

ভারতীয় ডাকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ২০২৪ (India Post Recruitment 2024)

পদের নাম: এখানে গ্রুপ সি লেভেলের M.V মেক্যানিক, M.V ইলেট্রিশিয়ান, টাইরিম্যান, কার্পেন্টার ও ব্ল্যাকস্মিথ পদে কর্মী নিয়োগ হবে।

শূন্যপদের সংখ্যা: এখানে মোট ১০ টি শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কি লাগছে: ভারতীয় ডাক বিভাগের গ্রুপ সি লেভেলের পদে আবেদনের জন্য আগ্রহীদের অষ্টম শ্রেণী পাস করতে হবে।

বয়স কত লাগছে: ভারতীয় ডাক বিভাগের গ্রুপ সি লেভেলের পদে আবেদনের জন্য আগ্রহীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন কত দেওয়া হবে: এখানে মাসিক বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন: আগ্রহ ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন শুধুমাত্র অফলাইনের মাধ্যমে। এর জন্যে প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে আবেদনকারীর সঠিক তথ্য দিয়ে ফিলাপ করবেন। তারপর একটি মুখবন্ধ খামে দরকারি নথিপত্রের জেরক্স ও আবেদন পত্রটি ভরে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিবেন।

কিভাবে নিয়োগ করা হবে: অগ্রহীদের এখানে তাদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড পরিক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

কোন ঠিকানায় আবেদন পত্র পাঠাবেন: আগ্রহীদের কে The Senior Manager, Mall Motor Service, No-37, Greams Road, Chennai- 600006 এই ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।

আবেদন শেষ তারিখ: ভারতীয় ডাকের গ্রুপ সি লেভেলের পদে আবেদন শেষ হবে আগামী ৩০ আগস্ট ২০২৪ তারিখে।

প্রয়োজনীয় লিংক (Important link)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি:» Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট:» www.indiapost.gov.in
  • হোয়াটসঅ্যাপ গ্রুপ:» Join Group
  • টেলিগ্রাম চ্যানেল:» Join Here
  • ফেসবুক পেইজ:» Visit Now
  • সম্পর্কিত খবর:» View More

Leave a Comment