UCO Bank LBO Recruitment 2025: ভারতের সমস্ত ডিগ্রি পাস করা প্রার্থীদের জন্য নতুন করে ব্যাংকে চাকরির দুর্দান্ত সুযোগ। উকো ব্যাংকের পক্ষথেকে লোকাল ব্যাংক অফিসার (LBO) পদে ২৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাহলে এখানে যারা আবেদন করবেন তারা অতিশীঘ্রই যোগ্যতা, বয়সসীমা, বেতনসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনেনিন নিচে উল্লেখ করা আর্টিকেলে।
UCO Bank Local Bank Officer Recruitment 2025: বিবরণ
খালিপদের নাম ও সংখ্যা: UCO ব্যাংকের পক্ষথেকে প্রকাশিত লোকাল ব্যাংক অফিসার (LBO) পদে মোট ২৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বেতনসীমা: এখানে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন প্রদান করা হবে ৪৮,৪৮০/- থেকে ৮৫,৯২০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে: UCO ব্যাংকের এলবিও পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ডিগ্রি অর্জন করতে হবে এবং রাজ্যের লোকাল ভাষা জানা থাকতে হবে।
বয়সসীমা কি চাওয়া হয়েছে: UCO ব্যাংকের এলবিও পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করতে হবে
UCO ব্যাংকের LBO পদে আবেদনকারী যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে UCO Bank-এর অফিসিয়াল পোর্টালে ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথি গুলো সাইজ অনুসারে আপলোড করবেন। তারপর সাবমিট বাটনে চাপ দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন।
গুরুত্বপূর্ণ তারিখ: আবেদন শুরু হয়েছে ১৬/০১/২০২৪ তারিখে, আবেদন শেষ হবে ০৫/০২/২০২৫ তারিখে।
কিভাবে নিয়োগ হবে
অনলাইন পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আবেদনকারী যোগ্য প্রার্থীদের চাকরির জন্য বাছাই করা হবে।
প্রয়োজনীয় লিঙ্কগুলি
- আবেদন লিঙ্ক- Apply Now
- অফিশিয়াল নোটিশ- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট- www.ucobank.com
- সর্বশেষ আপডেট- View More