District Legal Services Authority Dakshin Dinajpur Recruitment 2024: রাজ্যের মাধ্যমিক পাশের যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা কোন সরকারি দপ্তরে কাজ খুঁজছেন তাদের জন্য দুর্দান্ত চাকরির সুখবর। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার জেলা আইনি সেবা কর্তৃপক্ষের তরফে পিয়নপদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পদে চাকরির জন্য আগ্রহীদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং তাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তাহলে যেসব আগ্রহীরা জেলা আইনি সেবা কর্তৃপক্ষের পিয়ন পদের জন্য আবেদন করতে চাইছেন তারা এই প্রতিবেদনে দেখে নিন আবেদনের যোগ্যতা, দক্ষতা বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি বিষয়ে বিস্তারিত।
জেলা আইনি সেবা কর্তৃপক্ষে পিয়ন নিয়োগের বিজ্ঞপ্তি জারি ২০২৪ (DLSA Dakshin Dinajpur Recruitment 2024)
নিয়োগকারী সংস্থার নাম: দক্ষিণ দিনাজপুর জেলা আইনি সেবা কর্তৃপক্ষ
কোন পদে নিয়োগ হবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জেলা আইনি সেবা কর্তৃপক্ষে পিয়ন ও অফিস সহকারী পদে নিয়োগ হবে।
মোট শূন্যপদ কত: জেলা আইনি সেবা কর্তৃপক্ষে তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট দুটি শূন্যপদের সংখ্যা উল্লেখ আছে।
শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন
পিয়ন পদ: জেলা আইনি সেবা কর্তৃপক্ষের পিয়ন পদে আবেদনের ক্ষেত্রে আগ্রহীদের কে মাধ্যমিক পাশ হতে হবে
অফিস সহকারী পদ: জেলা আইনি সেবা কর্তৃপক্ষের অফিস সহকারী পদে আবেদনের ক্ষেত্রে আগ্রহীদের কে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে।
বয়স কত প্রয়োজন: জেলা আইনি সেবা কর্তৃপক্ষে পিয়ন ও অফিস সহকারী পদে তথা এই দুটি পদে ১৮-৪০ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য হবে।
প্রতিমাসে বেতন কত দেওয়া হবে
পিয়ন পদ: পিয়ন পদের জন্য নির্বাচনী প্রার্থীদের প্রতিমাসে ১৩,৭৫০/- টাকা বেতন দেওয়া হবে।
অফিস সহকারী: অফিস সহকারী পদের জন্য নির্বাচনী প্রার্থীদের প্রতিমাসে ১৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করতে হবে: জেলা আইনি সেবা কর্তৃপক্ষে পিয়ন ও অফিস সহকারী পদে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিলাপ করতে হবে। প্রথমে জেলা আইনি সেবা কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট আউট করে আবেদনকারীর মৌলিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি গুলো জেরক্স করুন। তারপর আবেদন একটি মুখবন্ধ খামে ভরে রেজিস্টার পোস্টের মাধ্যমে উল্লেখিত ঠিকানায় পাঠিয়েদিন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা: Office of the District Legal Services Authority, ADR Centre, District Court Complex, Dakshin Dinajpur at Balurghat-733101 এই ঠিকানায় আবেদন পত্র পাঠাবেন।
কিভাবে নিয়োগ হবে: আগ্রহীদের আবেদন পত্র হওয়ার পর তাদের মার্কশিট এর নম্বরের ভিত্তিতে লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে পিয়ন ও অফিস সহকারী পদে নির্বাচন করা হবে।
কত তারিখে আবেদন শেষ: আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হবে।
প্রয়োজনীয় লিংক (Important link)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:» Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:» dakshindinajpur.dcourts.gov.in
- হোয়াটসঅ্যাপ গ্রুপ:» Join Group
- টেলিগ্রাম চ্যানেল:» Join Here
- ফেসবুক পেইজ:» Visit Now
- সম্পর্কিত খবর:» View More