Railway NTPC Recruitment 2024: গোটা দেশের বেকার যুবক যুবতীদের বেকারত্ব দূর করতে এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সর্বভারতীয় রেলওয়ে রিক্রুইমেণ্ট বোর্ড (RRB) এর পক্ষথেকে বেশ কয়েকটি বিভাগে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। যেখানে গোটা দেশের চাকরি প্রার্থীরা অল্পসহজেই আবেদন জানাতে পারবেন। তাই আবেদন করার জন্য চাকরি প্রার্থীরা দ্রুত জেনেনিন যোগ্যতা, বয়স, বেতন, আবেদন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ ২০২৪ (RRB NTPC Recruitment 2024)
আগ্রহীদের কোন কোন পদে নিয়োগ হবে: রেলওয়ে রিক্রুইমেণ্ট বোর্ড (RRB) এর পক্ষ থেকে এখনো অব্দি কোনো নির্দিষ্ট পদের নাম প্রকাশ করেনি তবে আশঙ্কা করা হচ্ছে যে নিচে উল্লেখিত পদ গুলোতে কর্মী নিয়োগ হবে।
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন বাণিজ্যিক শিক্ষানবিশ, জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়ার টাইমকিপার, বানিজ্যিক কাম টিকিট ক্লার্ক, গুডস ট্রেন গার্ড, সিনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়ার টিমাকিপার, স্টেশন মাস্টার, ট্রেন ক্লার্ক, ট্র্যাফিক সহকারী, সিনিয়ার কমার্শিয়াল কাম টাইপিস্ট
মোট কত গুলি শূন্যপদ রয়েছে: RRB রেলওয়ের তরফে কিছু সূত্র অনুযায়ী সম্ভবনা করা যাচ্ছে যে এখানে সবমিলিয়ে মোট ১৪,২৯৮ টি শূন্যপদে নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগছে: রেলওয়ে রিক্রুইমেণ্ট বোর্ড (RRB) নিয়োগ ২০২৪ এ আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ ও গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স কত লাগছে: রেলওয়ে রিক্রুইমেণ্ট বোর্ড (RRB) NTPC নিয়োগ ২০২৪ এ আবেদনের জন্য ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যের প্রার্থীরা এখানে আবেদন জানতে পারবেন। এছাড়াও সংরক্ষিত কাস্টের প্রার্থীদের জন্য বয়স ছাড় রয়েছে।
আবেদন কিভাবে করতে হবে: যে সকল প্রার্থীরা রেলওয়ে রিক্রুইমেণ্ট বোর্ড (RRB) NTPC নিয়োগ ২০২৪ আবেদন করার জন্য উদ্যোগ নিচ্ছেন তাদের কে করতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সহজ সরল ভাবে ফিলাপ করতে হবে। প্রথমে RRB এর অফিসিয়াল পেজে পরিদর্শন করুন। তারপর অ্যাপ্লিকেশন লিংকে ক্লিক করে ব্যক্তিগত সমস্ত তথ্য প্রদান করে ফর্মটি পূরণ করুন এবং দরকারি ডকুমেন্টস গুলি আপলোড করুন। তারপর আপনার ক্যাটাগরি অনুসারে ধার্য করা আবেদন মুল্য প্রদান করুন। তারপর ফাইনাল পর্যায় সাবমিট বাটনে চাপ দিয়ে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
নিয়োগ কিভাবে করা হবে: সাধারণত RRB NTPC নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে ২ রকমের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, টাইপিং স্পিড টেস্টের ভিত্তিতে দক্ষতা পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন ও সর্বশেষে মেডিকেল টেস্টের মাধ্যমে।
আবেদনের জন্য কত টাকা ধার্য করা হয়েছে: রেলওয়ে রিক্রুইমেণ্ট বোর্ডে পদগুলিতে আবেদনের জন্য সংক্ষরিত প্রার্থীদের কাছ থেকে আবেদন মূল্য ধার্য করা হচ্ছে ২৫০/- টাকা এবং অসংক্ষরিত প্রার্থীদের কাছ থেকে ধার্য করা হচ্ছে ৫০০/- টাকা। ধার্য করা আবেদন মুল্য জমা করতে হবে Gpay, PhonePay, NEFT ও অন্যান্য যেকোনো অনলাইন পে এর মাধ্যমে।
কত তারিখ আবেদন প্রক্রিয়া শেষ: এখানো অব্দি কোনো নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ হয়নি তবে সম্ভবনা করা যাচ্ছে এই মাসের মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তবুও ০৫-১০ সেপ্টেম্বরের মধ্যে।
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:» Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:» www.indianrailways.gov.in
- হোয়াটসঅ্যাপ গ্রুপ:» Join Group
- টেলিগ্রাম চ্যানেল:» Join Here
- ফেসবুক পেইজ:» Visit Now
- সম্পর্কিত খবর:» View More