WB Asha Worker Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক পাশ করা মহিলা প্রার্থীদের জন্য দারুন চাকরির সুখবর। চাকরি হবে নিজেদের স্থানীয় এলাকায়। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ব্লক ভিত্তিক গ্রাম গুলিতে একাধিক শূন্যপদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে আবেদন করতে পারবেন নিজেদের স্থানীয় ব্লকে। তাহলে দেখেনিন আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বেতন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে খুঁটিনাটি।
আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ২০২৪ (Nadia District Asha Karmi Recruitment 2024)
নিয়োগকারী সংস্থার নাম ও এমপ্লয়মেন্ট নম্বর: আশা কর্মী নিয়োগ করেছে নদীয়া জেলার সাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং এমপ্লয়মেন্ট নম্বর হল- HFW/NRHM/20/2006/PART-II/1631
কোন ব্লকে নিয়োগ হবে: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার যেসব ব্লকের গ্রামে আশা কর্মী নিয়োগ হবে সেসব ব্লক গুলির নাম হল- কালীগঞ্জ ব্লক, কৃষ্ণনগর ব্লক, নাকাশিপাড়া ব্লক, নবদ্বীপ ব্লক, চাপড়া ব্লক এবং কৃষ্ণগঞ্জ ব্লকের গ্রাম।
কোন পদে নিয়োগ হবে: এখানে আগ্রহী মহিলা প্রার্থীদের আশা কর্মীর পদে নিয়োগ হবে।
মোট কত শূন্যপদে নিয়োগ হবে: সাবমিলিয়ে এখানে মোট ২০ টি শূন্যপদে আশা কর্মী পদে নিয়োগ হবে।
মাসিক বেতন কত দেওয়া হবে: আশা কর্মীর পদে যেসব মহিলা প্রার্থীরা চাকরি পাবেন, তাদের কে প্রতিমাসে বেতন দেওয়া ৫,২৫০ টাকা এবং এর সাথে তারা সার্ভে অনুযায়ী টাকা পাবে।
শিক্ষাগত যোগ্যতা (Nadia District Asha Karmi Recruitment 2024 Eligibility Criteria): নদীয়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আশা কর্মী পদে আবেদন করতে আবেদনকারীর মহিলা প্রার্থীদের কে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। এবং এর পাশাপাশি স্থানীয় ভাষায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Nadia District Asha Karmi Recruitment 2024 Age Limit): নদীয়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আশা কর্মী পদে আবেদন করতে আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংক্ষরিত প্রার্থীরা সর্বনিম্ন ২২ বছর থেকে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: আগ্রহীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাহলে প্রথমে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করে নিবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে হতে কলমে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করবেন এবং দরকারি নথি গুলো জেরক্স করবেন। তারপর স্থানীয় ব্লকে নিজে গিয়ে জমা করে দিবেন।
আবেদন করতে আগ্রহী মহিলা প্রার্থীর কিসব নথি চাওয়া হয়েছে: অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে আগ্রহী মহিলা প্রার্থীর যেসব নথি চাওয়া হয়েছে তা হল-
- পরিচয় প্রমাণ পত্র যেমন- আধার/ ভোটার কার্ড
- জন্মের প্রণামপত্র যেমন- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/জন্ম সার্টিফিকেট
- মাধ্যমিকের মার্কশিট
- বিবাহিত জীবনের প্রমাণপত্র
নির্বাচন প্রক্রিয়া: আগ্রহীদের এখানে লিখিত পরীক্ষা ও ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
কত তারিখে আবেদন প্রক্রিয়া শেষ: নদীয়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আশা কর্মী পদে আবেদন করার শেষ তারিখ আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৪।
প্রয়োজনীয় লিংক (Important link)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:» Download PDF
- অ্যাপ্লিকেশন ফর্ম:» Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:» nadia.gov.in
- হোয়াটসঅ্যাপ গ্রুপ:» Join Group
- টেলিগ্রাম চ্যানেল:» Join Here
- ফেসবুক পেইজ:» Visit Now
- সম্পর্কিত খবর:» View More